আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের পর ঝাড়খণ্ড থেকে মুছে যাবে বিজেপি। এমনটাই দাবি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তাঁর দাবি, ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে ছাড়বে না। তাঁর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ হবে। বিজেপির কফিনে শেষ পেরেক পোঁতার সময় এসে গিয়েছে। শুক্রবার বীরসা মুণ্ডা জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন হেমন্ত সোরেন।
হাইকোর্ট জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হেমন্ত সোরেন দোষী নন। গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এতদিন ধরে নিয়ন্ত্রণ করে এসেছে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ তাদের শিক্ষা দিয়েছে। শীঘ্রই ঝাড়খণ্ডের মানুষও ভোটে জবাব দেবেন।
হাইকোর্ট জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হেমন্ত সোরেন দোষী নন। গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এতদিন ধরে নিয়ন্ত্রণ করে এসেছে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ তাদের শিক্ষা দিয়েছে। শীঘ্রই ঝাড়খণ্ডের মানুষও ভোটে জবাব দেবেন।
